Alexa ধনে বাটায় ডিম 

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ধনে বাটায় ডিম 

কানিছ সুলতানা কেয়া ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:০০ ৩ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতিদিন মাছ মাংস বা একই রকম রান্না খেতে নিশ্চয়ই ভালো লাগে না। সবার কাছ থেকেই শুনতে হয় নতুন কিছু রান্না করো। তবে স্বাদ আর সাধ্যের মধ্যে নতুন কিছু খেতে চান? রান্না করতে পারেন ধনে পাতায় ডিম। জেনে নিন পদ্ধতি-  

উপকরণ: সেদ্ধ ডিম ৪ টি, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ ২ টি, পেঁয়াজ ১ টি, ধনে পাতা ১ মুঠো, টকদই ২ টেবিল চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, পাপরিকা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে প্যানে সামান্য তেল গরম করে ডিম হলুদ, লবণ, মরিচের গুঁড়া মিশিয়ে ভেজে তুলে নিন। প্যানে আরো কিছুটা তেল দিয়ে জিরা ফোঁড়ন দিন। পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। এবার সব উপকরণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে রান্না করুন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।  

ডেইলি বাংলাদেশ/জেএমএস