Alexa ধনী ফুটবলারদের শীর্ষে মেসি

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ধনী ফুটবলারদের শীর্ষে মেসি

 প্রকাশিত: ১৮:১৬ ৬ জুন ২০১৮   আপডেট: ০০:৪৪ ৯ জুন ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ধনী ফুটবলারদের শীর্ষে জায়গা করে নিলেন লিওনেল মেসি। যদিও গত দু’বার ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন ফুটবলারদের মধ্যে বিশ্বে সবচেয়ে ধনী ।তবে এবার তাকে হটিয়ে দিলেন মেসি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোবর্সের করা ১০০ শীর্ষ ধনী খেলোয়াড়ের তালিকায় অবশ্য মেসি দ্বিতীয়।

এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লোয়েড মেওয়েদার। খেলা ও বিজ্ঞাপন থেকে তার মোট আয়ের পরিমাণ ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি ১১১ মিলিয়ন আয় করেছেন। ১০৮ মিলিয়ন আয় করে শীর্ষ থেকে তিনে নেমে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

৯৯ মিলিয়ন মার্কিন ডলারে চতুর্থ অবস্থানে রয়েছে মিক্স মার্শাল আর্টের তারকা কনর ম্যাকগ্রেগর। ৯০ মিলিয়ন নিয়ে পঞ্চমস্থানে ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার।

ডেইলি বাংলাদেশ/আরএস

Best Electronics
Best Electronics