দেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান
প্রকাশিত: ১৮:১৫ ১৬ নভেম্বর ২০১৯ আপডেট: ১৮:২০ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের জাতীয় পার্টির নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
শনিবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ শুধু মুখেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেননি, প্রতিটি কাজে প্রমাণ করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। তাদের জন্য অফিস ও ভাতার ব্যবস্থা করেছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ মজুমদার আজাদ। জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মুক্তিযোদ্ধা পার্টির নেতা অধ্যক্ষ মো. তফাজ্জল হোসেন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এস.আর/আরএইচ