Alexa দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল

 প্রকাশিত: ১৮:০৬ ৮ জুন ২০১৮   আপডেট: ১২:২৬ ৯ জুন ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয় পায়নি বাংলাদেশ।৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হেরেছে তারা।সিরিজের প্রথম দুইটি ম্যাচে বাজে পারফরম্যান্স করেই হেরেছিল বাংলাদেশ।শেষ ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ফলাফল আগের দুই ম্যাচের মতই, হার। সিরিজ শেষে হতাশা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল।

সিরিজ শেষে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটা দল।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে  মে মাসের ২৯ তারিখ ভারতের দেরাদুনে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রত্যাশা সিরিজ জয়ের থাকলেও একেবারেই শূণ্য হাতে ফিরেছে দলটি।

আফগানিস্তানের সাফল্যের তালিকায় যোগ হয়েছে বাংলাদেশের নাম। এর আগে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ে বাদে আর কোনো দলকে টি-টোয়েন্টি সিরিজে ধবল-ধোলাই করতে পারেনি আফগানরা।

সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রান ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে আগেই সিরিজ জিতে নেয় আফগানিস্তান। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হারে ১ রানে।

জানা গেছে, দেশে ফিরে বিশ্রামে থাকবেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে খেলবে দু’টি টেস্ট,তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। ওই সফরের প্রস্তুতি শুরু হবে ঈদের পরপরই।

চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর এক প্রকার প্রধান কোচ ছাড়াই খেলছে টাইগাররা।

অবশেষে ৭ জুন বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্টিভ রোডসকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ জুন দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

৪৮ দিনের সফরের জন্য ২০ জুন নতুন কোচকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

ডেইলি বাংলাদেশ/আরএস

Best Electronics
Best Electronics