Alexa দেশে দায়িত্বশীল বিরোধী দল গড়ে উঠুক: ওবায়দুল কাদের

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

দেশে দায়িত্বশীল বিরোধী দল গড়ে উঠুক: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪৪ ১১ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাই দেশে দায়িত্বশীল বিরোধী দল গড়ে উঠুক। ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য থাক।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে দলটির সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ঐক্যফ্রন্টের মধ্যেই কোনো ঐক্য নেই। আমরা এটা চাই না। আমরা চাই দেশে একটা দাশিত্বশীল ও শক্তিশালী বিরোধী দল সংসদে আসুক। সরকারের ভুল ভ্রান্তি হলে দায়িত্ব নিয়ে সেগুলোর বিরোধীতা করুক। কিন্তু বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্যের রাজনীতিতে ব্যস্ত।

সংরক্ষিত আসনে শপথ নেয়া বিএনপি নেত্রী মন্তব্য করেন এই সরকার অবৈধ। সাংবাদিকরা এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বড় কথা সাহস করে সংসদে এসেছেন। সাহস করে একটি মন্তব্য করেছেন। শপথ যখন নিয়েছে তখন সংসদেই এর জবাব দেয়া যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দলের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনসহ ঢাকার এমপি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এমআরকে