Alexa দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে ১৪৩ মিলিমিটার

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত গোপালগঞ্জে ১৪৩ মিলিমিটার

 প্রকাশিত: ১০:০৪ ২১ অক্টোবর ২০১৭   আপডেট: ১১:২৬ ২১ অক্টোবর ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দিনভর ঢাকাসহ সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গোপালগঞ্জে ১৪৩ মিলিমিটার।

এ ছাড়াও গতকাল টাঙ্গাইলে ৬৭ মিলি, ফরিদপুরে ৭৭ মিলি, মাদারীপুরে ১১৩ মিলি, ময়মনসিংহে ৪০ মিলি, নেত্রকোনায় ৪২ মিলি, চট্টগ্রামে ২০ মিলি, সন্দ্বীপে ৫৬ মিলি, সীতাকুণ্ডে ১৪ মিলি, রাঙামাটিতে ২৭ মিলি, কুমিল্লায় ৪৩ মিলি, চাঁদপুরে ৮৬ মিলি, মাইজদীকোর্টে ৯৫ মিলি, ফেনীতে ৬৪ মিলি, হাতিয়ায় ১১৩ মিলি, কক্সবাজারে ৩৮ মিলি, কুতুবদিয়ায় ২২ মিলি, টেকনাফে ১৪ মিলি বৃষ্টিপাত হয়েছে।

তা ছাড়াও সিলেটে ২১ মিলি, শ্রীমঙ্গলে ১৭ মিলি, রাজশাহীতে ৪৭ মিলি, ঈশ্বরদীতে ৬৬ মিলি, বগুড়ায় ৩২ মিলি, বদলগাছীতে ৩৪ মিলি, তাড়াশে ৪৭ মিলি, রংপুরে ১৫ মিলি, দিনাজপুরে ৯ মিলি, সৈয়দপুরে ১০ মিলি, তেঁতুলিয়ায় ১৬ মিলি, ডিমলায় ২৮ মিলি, রাজারহাটে ১০ মিলি, খুলনায় ১১১ মিলি, মংলায় ৯৮ মিলি, সাতক্ষীরায় ৯৫ মিলি, যশোরে ৯৩ মিলি, চুয়াডাঙ্গায় ৬২ মিলি, কুমারখালীতে ৭৯ মিলি, বরিশালে ১০৩ মিলি, পটুয়াখালীতে ১০২ মিলি, খেপুপাড়ায় ৮৩ মিলি ও ভোলায় ৫৬ মিলি বৃষ্টি রেকর্ডের তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি বাংলাদেশ/আরএজে