Alexa দেবীদ্বারে ৪ জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দেবীদ্বারে ৪ জনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৪ ১০ জুলাই ২০১৯   আপডেট: ১৭:৫০ ১০ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দেবীদ্বারে নারী ও শিশুসহ চারজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। পরে গণপিটুনিতে ঘাতক যুবকেরও মৃত্যু হয়।এসময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার সকালে উপজেলার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আবু হানিফ, একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার ও মা মাজেদা বেগম। ঘাতকের নাম মোখলেসুর রহমান।

আহতরা হলেন- জাহানারা বেগম, আলম মিয়া ও নুরুল ইসলাম। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।

দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাতক মোখলেসুর রহমান মানসিক ভারসাম্যহীন। বুধবার ভোরে একটি বাড়িতে ঢুকে চারজনকে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/আরআর
 

Best Electronics
Best Electronics