Alexa দুর্ভোগের নাম ‘অহেতুক ব্রিজ’

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

দুর্ভোগের নাম ‘অহেতুক ব্রিজ’

 প্রকাশিত: ১৬:৩৭ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৬:৩৭ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী ও লক্ষণা সংযোগ সেতু নির্মাণের এক বছর পরও অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। কোন উপকারে না আসায় এলাকাবাসী সেতুর নাম দিয়েছে ‘অহেতুক ব্রিজ’। তাই সেতুর দুই পাড়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

২০১৩-১৪ অর্থ বছরে এমআইডি প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ শুরু হয় গত বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় এ বছর। পরে অ্যাপ্রোচ সড়োক না করে পুরো বিল তুলে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান তেলিখালী কনস্ট্রাকশন।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতু সংলগ্ন জমি নিয়ে জটিলতা থাকায় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ বিলম্বিত হয়। তবে দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর