Alexa দুর্বল ব্যাংকগুলো একীভূত হবে: অর্থমন্ত্রী

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

দুর্বল ব্যাংকগুলো একীভূত হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:১৩ ১৩ এপ্রিল ২০১৯   আপডেট: ১৯:২০ ১৩ এপ্রিল ২০১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বেসরকারি ব্যাংক যেগুলো ভালো অবস্থানে নেই, সেসব ব্যাংককে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে।

স্থানীয় সময় শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী।  

সে সময় অর্থমন্ত্রী বলেন, একীভূতকরণে আইন না থাকলে আইন করে তা কার্যকর করা হবে। প্রয়োজন অনুযায়ী আইন সংশোধন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। কোনো শক্তিশালী ব্যাংক যদি দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূতকরণে রাজি না হয় তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নেবে। 

আ হ ম মুস্তফা কামাল বলেন, এখন থেকে বিদেশে আর টাকা পাচার হবে না বরং বিদেশ থেকে টাকা আসবে। ব্যাংক খাত অটোমেশনের আওতায় আসবে। সব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বছর থেকে বেসরকারি খাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টি হলে দারিদ্র্য দূর হবে।

ডেইলি বাংলাদেশ/এসএস/জেডআর