Alexa দুর্ঘটনায় পিছিয়ে গেল এভ্রিলের শ্যুটিং

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

দুর্ঘটনায় পিছিয়ে গেল এভ্রিলের শ্যুটিং

 প্রকাশিত: ২১:১১ ২১ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

একটি খণ্ড নাটকে অভিনয়ের কথা ছিল `মিস ওয়ার্ল্ড বাংলাদেশ`র আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম ওরফে এভ্রিলের। ১৫ ডিসেম্বর নাটকের শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন সড়ক দুর্ঘটনার শিকার হন এভ্রিল।

এজন্য নাটকটির শ্যুটিং পেছানো হয়। চলতি মাসের শেষ দিকে নাটকটির শ্যুটিং হবে বলে জানা গেছে।

`এমনো তো প্রেম হয়` নামের ওই নাটকটি পরিচালনা করবেন জুনায়েদ বিন জিয়া। আহসান হাবিব সকালের রচনায় নাটকটিতে এভ্রিলের বিপরীতে কাজ করবেন সজল ও পাভেল ইসলাম।

নাটকে ডাক্তার স্নেহার চরিত্রে অভিনয় করবেন এভ্রিল। সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

নাটকে অভিনয় নিয়ে এভ্রিল বলেন, অনেক দিন এমন একটি নাটকের অপেক্ষায় ছিলাম। গল্পটি আমার মনের মতো। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এছাড়া সজল ভাইয়ের ওপর আমি ছোটবেলায় ক্রাশ খেয়েছি। এই নাটকে তিনি অভিনয় করবেন জেনে আরও বেশি আনন্দিত হয়েছি।

ডেইলি বাংলাদেশ/ এআর