Alexa দুর্গাপূজায় মিলন-জারার ‘পরিণতি’

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

দুর্গাপূজায় মিলন-জারার ‘পরিণতি’

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৩ ২১ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: আনিসুর রহমান মিলন ও কাজী জারা

ছবি: আনিসুর রহমান মিলন ও কাজী জারা

দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও কাজী জারা সম্প্রতি ‘পরিণতি’ নামে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন। এ নাটকটি রচনা করেছেন নরাজীব মণি দাস। পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।

নাটকটির প্রসঙ্গে অভিনেত্রী জারা বলেন, এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। মিলন ভাইয়ের সঙ্গে এ নাটকে কাজ করে ভালো লেগেছে। রাজীব মণি দাসের রচনায় চন্দন চৌধুরীর নির্মাণে ভালো একটি নাটক দেখতে পাবে দর্শকরা।

আনিসুর রহমান মিলন বলেন, দারুণ একটি গল্প। কাজটি করে ভালো লেগেছে। আসছে দুর্গা পূজায় এটিএন বাংলায় দর্শকরা এটি দেখতে পাবেন। সব মিলিয়ে ইউনিটের সবার প্রচেষ্টায় খুবই ভালো একটি কাজ হয়েছে। আশা করছি নাটকি দর্শকদের মধ্যে সাড়া ফেলবে।

‘পরিণতি’ নাটকে আনিসুর রহমান মিলন ও কাজী জারা ছাড়াও আরো অভিনয় করেছেন রেবেকা রউফ, আহসানুল হক মিনু, সঞ্জয় রাজসহ অনেকে। 

এদিকে, আনিসুর রহমান মিলন ‘গাঙচিল’ চলচ্চিত্রের অভিনয় করছেন। নঈম ইমতিয়াজ নেয়ামূলের নির্দেশনায় সম্প্রতি নোয়াখালিতে ছবিটির শুটিংয়ে অংশ নেন এ অভিনেতা। নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্পই উঠে আসবে ছবিটিতে। এতে গ্রামের একজন চেয়ারম্যান প্রার্থীর চরিত্রে দেখা যাবে মিলনকে। 

ডেইলি বাংলাদেশ/এনএ