Alexa ‘দুর্গম এলাকায় গবাদিপশু পালন বেগবান করতে হবে’

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

‘দুর্গম এলাকায় গবাদিপশু পালন বেগবান করতে হবে’

রাঙামাটি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২০ ১৯ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, সারাদেশে রাঙামাটির দেশি জাতের গবাদিপশু-পাখির ব্যাপক চাহিদা রয়েছে। তাই দুর্গম এলাকায় গবাদিপশু পালনের উদ্যোগকে আরো বেগবান করতে হবে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দফতরে জেলা ও ১০ উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাদের হাতে গবাদিপশু ও হাঁস-মুরগির ওষুধ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

রেমলিয়ানা পাংখোয়া বলেন, সম্ভাবনাময় এ খাতকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের ভূমিকা রাখা সম্ভব। প্রাণিসম্পদ বিভাগ সহায়তায় সে লক্ষ্যেই কাজ করছে জেলা পরিষদ।

তিনি আরো বলেন, রাঙামাটির দুর্গম এলাকার খামার শিল্পের উন্নয়নে পরিষদের অর্থায়নে গবাদিপশু ও হাঁস-মুরগির ওষুধ বিতরণ করা হয়েছে। খামারিরা ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করলে গবাদিপশু-পাখি রোগমুক্ত থাকবে। এতে পার্বত্য অঞ্চলেরই সুনাম বাড়বে।

এ সময় রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত, জেলা প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, বরকল উপজেলা ভেটেরিনারি সার্জন পলি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর