দুঃখকে চিনি তখন ।। সামিয়া খান
প্রকাশিত: ২০:২৭ ২২ জানুয়ারি ২০২০ আপডেট: ২০:২৯ ২২ জানুয়ারি ২০২০

সামিয়া খান
খুব কাছে এসে যখন বিদায় বলো
মনে হয় বিশাল অরণ্যের মাঝে দাঁড়িয়ে একা
চারপাশ হয়ে যায় বড় অচেনা
ধূসর গোধূলি রঙে ঘিরে ফেলে রঙিন পৃথিবীটাকে
দুঃখকে চিনি তখন।
জড়িয়ে ধরে মিষ্টি করে যখন বলো ভালোবাসি
বুকের ভেতর দপদপ করে
জমে থাকা বিন্দু বিন্দু ভালোবাসা
রূপ নেয় সমুদ্র থেকে মহাসমুদ্রে।
অজানা আশঙ্কায় গভীর বিষাদে ডুবে যাই
দুঃখকে চিনি তখন।
আবেগে আহ্লাদিত হয়ে যখন বলো
ছেড়ে যাব না কখনো তোমায়
যতই ঝড়-ঝঞ্ঝা আসুক
নিশ্চিত হতে পারি না
স্তব্ধতা গ্রাস করে মুহূর্তেই
দুঃখকে চিনি তখন।
মুগ্ধ চোখে চেয়ে থাকো যখন
পলকহীন চোখের ভাষা
না বলা শব্দগেুলো বড্ড উদাস করে দেয়
নিশ্বাস হয়ে ওঠে ভারি
হৃদয়ের স্পন্দন বেড়ে যায়
দুঃখকে চিনি তখন।
ভালোবেসে দুঃখকে চিনেছি
সুখটাকে অনুভব করেছি
তাই তো বিচ্ছেদের ভয়ে সেঁটে থাকি অশ্রুজলে
একাকী নীরবে নীরবে।
ডেইলি বাংলাদেশ/এমআর