Alexa দুই ব্যবসায়ীকে পিষে মারল ট্রাক

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

দুই ব্যবসায়ীকে পিষে মারল ট্রাক

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২০ ১৪ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর ও বেলকুচিতে দুই ব্যবসায়ীকে পিষে মারল বেপরোয়া ট্রাক। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউপির চন্ডিদাসগাতী গ্রামের আহমেদ তালুকদারের ছেলে সবজি ব্যবসায়ী আলাউদ্দিন ও বেলকুচি উপজেলার চালা উত্তরপাড়া গ্রামের শীতল ব্যাপারীর ছেলে চাল ব্যবসায়ী আবু বক্কর।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, আলাউদ্দিন বাড়ি থেকে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। শহরের বাজার স্টেশন এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, আবু বক্কর পৌর এলাকার সুবর্ণসাড়া সড়কের পাশে হাঁটছিলেন। এ সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর