Alexa দুই বাসের সংঘর্ষে ঝরল তিন প্রাণ

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দুই বাসের সংঘর্ষে ঝরল তিন প্রাণ

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:১৫ ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ১৬:০৭ ১৪ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে বুধবার দুপুরে দুই বাসের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

নিহত রানু বেগম রংপুর সদরের কাছনা গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

শাজাহানপুর থানার ওসি আলীমুদ্দিন বলেন, উপজেলার আড়িয়া বাজারে রংপুরগামী শ্যামলী পরিবহনের সঙ্গে ঢাকাগামী আহাদ পরিবহনের সংঘর্ষে ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি উদ্ধার করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মণ্ডল বলেন, আহতদের হাসপাতালে আনার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আরো একজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে। সবার পরিচয় জানা যায়নি।

গুড়ার এডিশনাল এসপি সনাতন চক্রবর্তী বলেন, একটি বাস অন্য বাসের ভেতর ঢুকে যাওয়ায় যাত্রীরা ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা জানালা ভেঙে কয়েকজনকে বের করে। এরপর ফায়ার সার্ভিস এসে বাস কেটে বাকিদের উদ্ধার করে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩