Alexa দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

যশোর সাহিত্য উৎসব

দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:১৮ ১৩ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে শুক্রবার দিনব্যাপী সাহিত্য উৎসবে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা বসেছিল।

যশোর বাঁচতে শেখা মিলনায়তনে এ উৎসবে অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নজরুল ইনস্টিটিউটের পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, কবি মুহম্মদ নুরুল হুদা, প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেন, যুগ সাগ্নিক পত্রিকার সম্পাদক প্রদীপ গুপ্ত, উপদেষ্টা ইন্দ্রনীল সেনগুপ্ত, কবি মাজেদ নেওয়াজ, দারা মাহমুদ, আব্দুর রব, পাবলো শাহী, খসরু পারভেজ, নান্নু মাহবুব, ফখরে আলম প্রমুখ।

এ সময় হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষার প্রতি আস্থা রাখুন। ভাষাকে সমৃদ্ধ করতে সবাই মিলে কাজ করুন। তাহলেই বিশ্বময় বাংলা ভাষার ঝাণ্ডা উত্তোলিত হবে।

শুক্রবার সকাল থেকেই যশোর সাহিত্য উৎসবে দুই বাংলার কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বৃষ্টিস্নাত পরিবেশে সবাই চা-চক্র ও আড্ডায় মেতে ওঠেন। ঝিরঝির বৃষ্টি, মৃদুমন্দ বাতাস, মেঘলা সন্ধ্যায় বিমূর্ত কবিতাগুলোর জিয়ন কাঠির ছোঁয়া সবাইকে এক অন্য আবেশে অভিভূত করে।

ডেইলি বাংলাদেশ/এআর