Alexa দীপিকার চোখ ধাঁধানো নতুন ফটোশুট

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

দীপিকার চোখ ধাঁধানো নতুন ফটোশুট

 প্রকাশিত: ১৫:৪০ ২২ জুলাই ২০১৭  

বলিউডের পর হলিউডেও ব্যস্ত হয়ে পড়েছেন দীপিকা পাড়ুকোন। প্রথম হলিউড ছবির সাফল্যের পর এর সিক্যুয়েলের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে ফ্যাশন ম্যাগাজিন ‘ফেমিনা’র জন্য একটি ফটোশুটে চোখ ধাঁধানো কয়েকটি ছবি আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘ফেমিনা’ ফ্যাশন ম্যাগাজিনের আগস্ট মাসে প্রকাশিত হতে যাওয়া প্রচ্ছদ কন্যা হিসাবে ফটোশুট করেন। আর সেই ছবি নিজেই সামাজিক গণমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। ইন্সাটাগ্রামে পোস্ট করা তার সেই ছবিতগুলো সাড়া তুলেছে ভক্তদের মধ্যে।                                                                   দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত কালো রঙের পশ্চিমা পোশাকে দীপিকা ছিলেন মোহময়ী। এর সঙ্গে লাল রঙের জ্যাকেট যোগ করেছে অন্যমাত্রা। দীপিকার স্টাইলিস্ট শালিন নাথানি ছবির সঙ্গে দীপিকা প্রসঙ্গে সোশ্যাল সাইটে লিখেছেন, ‘নিজের সৌন্দর্যে আলোকিত হও’। এদিকে এই ফটোশুটে দীপিকার মেকআপ করেছেন অনিল সি। অনিলই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকার আরও বেশ কয়েকটি আবেদনময়ী ছবি। ফটোশুটে দীপিকার এই মোহময়ী লুক ফ্রেমবন্দি করেছেন জনপ্রিয় সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার এরিকোস অ্যান্ড্রু। সাদা ক্রপ টপের সঙ্গে কালো ও গোল্ডের কম্বিনেশনের কুল ও ফাঙ্কি স্পোর্টস ওয়্যারে দীপিকার লুক ছিল বেশ দারুণ। যদিও কিছুদিন আগেই দীপিকার এক ফটোশুটের ছবির কারণে ট্রোলের শিকার হন তিনি। বলা হয়েছিল, তিনি নাকি অপুষ্টিতে ভুগছেন। তবে সে কথায় কান না দিয়েই এগিয়ে চলেছেন দীপিকা। সূত্র: এনডিটিভি ডেইলি বাংলাদেশ/এসআই