Alexa দীপাবলিতে যা করতেন ভণ্ডবাবা রাম রহিম

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

দীপাবলিতে যা করতেন ভণ্ডবাবা রাম রহিম

 প্রকাশিত: ১৯:৫৮ ২২ অক্টোবর ২০১৭   আপডেট: ১১:০১ ২৩ অক্টোবর ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের ডেরার দুই সাধ্বীকে ধর্ষণ করে এখন ২০ বছরের জন্য শ্রীঘরে গুরমিত রাম রহিম সিংহ। প্রতিবছর ডেরায় জাকজমকভাবে দীপাবলী পালন করলেও এবার তিনি সব কিছু থেকে দূরে থাকলেন।

ডেরা সূত্রে জানা গেছে, প্রতি বছর ধূমধাম করে দীপাবলি পালন করতেন রাম রহিম। দীপাবলিতে সারা ডেরা প্রদীপ দিয়ে সাজাতে খুবই পছন্দ করতেন স্বঘোষিত এই বাবা। কিন্তু এবারের দীপাবলি জেলে কাটলো তার।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দীপাবলি উপলক্ষে জেলখানায় কয়েদিদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কয়েদিদের মিষ্টি খাওয়ানো এবং কয়েদিরা যাতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে পারেন সেই ব্যবস্থাও জেলে করা হয়েছিল। কিন্তু রাম রহিম এই অনুষ্ঠানে অংশ নেননি। তিনি জেল খানার মিষ্টি খাননি এবং মোমবাতি বা প্রদীপও জ্বালাননি।

অথচ দীপাবলির সময়ে সমস্ত রকমের আয়োজনের মূল ভার দেয়া হতো হানিপ্রীতকে। রাম রহিমের ডেরার মেয়েদের প্রদীপের থালা হাতে দাঁড় করিয়ে দেয়া হতো। তার মাঝেই জাঁকজমকভাবে সেজে বেরোত ভণ্ডবাবা। ২০১৬ সালে রাম রহিম নিজের ডেরায় প্রায় দেড় লাখ প্রদীপ জ্বালিয়েছিল। অথচ এই বার দীপাবলির আলোর থেকে নিজেকে দূরে রাখলেন রাম রহিম।

ডেইলি বাংলাদেশ/আরএজে