Alexa দিল্লিতে বিরুষ্কা, কাল প্রথম রিসেপশন

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দিল্লিতে বিরুষ্কা, কাল প্রথম রিসেপশন

 প্রকাশিত: ১৪:২১ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সদ্য বিয়ে সেরেছেন বিরাট-অনুশকা। দেশের অন্যতম ফেভারিট জুটি তারা। ইতালির তাস্কানিতে বিয়ের অনুষ্ঠানের পর এবার রিসেপশনের পালা।

বিয়ের পর ইউরোপের কোনো বরফে মোড়া জায়গায় হানিমুনে গিয়েছিলেন নবদম্পতি। সেখান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন অনুশকা। বিদেশের পর্ব মিটিয়ে এবার দেশে ফিরেছেন বিরুষ্কা।

ইনস্টাগ্রামে বিরাট-অনুষ্কার একটি ফ্যানক্লাব কয়েকটি ছবি শেয়ার করেছে। আর সেখানেই লেখা হয়েছে, দিল্লিতে বিরাটের এক আত্মীয়ের বাড়িতে জমজমাট আড্ডায় মেতেছেন নবদম্পতি।

আরো পড়ুন: পরিবারের সঙ্গে নবদম্পতির ছবি ভাইরাল

দু’জনেই পরেছেন ভারতীয় পোশাক। বিরাটের সাদা কুর্তা-পাজামা এবং অনুশকার গোলাপি স্যুট নজর কেড়েছে ফ্যানেদের। বাড়ি ফিরে এখন শুধুই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন নবদম্পতি। ইনস্টাগ্রামের একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাবনাদির সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস কোহালি’।

বিয়ে সেরে দেশে ফেরার পর প্রথম শেয়ার হওয়া এই ছবিগুলিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: বিরুষ্কার বিয়ের পরের কিছু ছবি

আগেই জানা গিয়েছিল, ইতালি থেকে দেশে ফিরে দু’টি রিসেপশন পার্টি রয়েছে বিরুষ্কার। ২১ ডিসেম্বর দিল্লিতে এবং ২৬ ডিসেম্বর মুম্বইয়ে। বৃহস্পতিবারের রিসেপশন হবে শুধুই পরিবার এবং ঘনিষ্ঠদের জন্য। বলিউড এবং ক্রিকেট দুনিয়ার সেলিব্রিটিরা যোগ দেবেন ২৬ ডিসেম্বরের পার্টিতে।

ডেইলি বাংলাদেম/টিএএস

Best Electronics
Best Electronics