Alexa দিনে-দুপুরে নিজ বাড়িতে গৃহবধূ খুন

ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৬ ১৪২৬,   ২৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

দিনে-দুপুরে নিজ বাড়িতে গৃহবধূ খুন

নওগাঁ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৬ ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২২:২৫ ১১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় দিনে-দুপুরে বাড়িতে ঢুকে ফাহিমা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার সকাল ১১টার দিকে শহরের ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ ধোপাপাড়া এলাকার বাসিন্দা হাড়ি-পাতিল ব্যবসায়ী ইসরাইল শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে ফাহিমা বেগমের স্বামী ইসরাইল দোকানে চলে যান। সকাল ১১টার দিকে কাজের মেয়ে এসে ফাহিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মনজুর হোসেন জানান, তার বোন দিনের বেশির ভাগ সময় বাড়িতে একাই থাকতেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বাড়িতে এসে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন।

নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত এসপি (সদর সার্কেল) লিমন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেইলি বাংলাদেশ/আরএম