Alexa দিনাজপুর-১ আসনে নৌকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

দিনাজপুর-১ আসনে নৌকায় জাতীয় পার্টির নেতাকর্মীরা

দিনাজপুর প্রতিনিধি

 প্রকাশিত: ২০:১০ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:১০ ১৯ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকার পক্ষে দুই উপজেলা জাতীয় পার্টির প্রতিটি ইউপি সভাপতি সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। 

বুধবার দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহিনুর ইসলাম নির্বাচনে প্রার্থী হলেও তার নিষ্কৃয়তা লক্ষ্য করা যাচ্ছে। তিনি নেতা কর্মীদের সঙ্গে কোন সমন্বয় করছেন না। এমনকি এখন পর্যন্ত তিনি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করেননি। তাছাড়া জাতীয় পার্টির নেতাকর্মীরা শাহিনুর ইসলামের বিজয়ের কোন সম্ভাবনা দেখছেন না। 

সংবাদ সম্মেলনে বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মো. নিজামুদ্দৌলা মতি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন, কাহারোল উপজেলা যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, সদস্য সচিব আনোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও পাল্টাপুর ইউপি সভাপতি মিজানুর রহমান মিজু, বীরগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, শিবরামপুর ইউপি জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল, পলাশবাড়ী ইউপি সাধারণ সম্পাদক রিফাত হোসেন, পাল্টাপুর ইউপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নিজপাড়া ইউপি সভাপতি জয়নাল পাটোয়ারী, মরিচা ইউপি সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাতোর ইউপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রইছুল আযম, ১০ নং ইউপি সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আলম, ইউপি সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক যতিন্দ্র নাথ সেন, সহ-সভাপতি আজগর আলী, ৮ নং ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ৩ নং ইউনিয়নের সভাপতি হবিবর রহমান সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/জেডএম