দিনাজপুর বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দিনাজপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৫:১৭ ৯ অক্টোবর ২০১৯ আপডেট: ১৫:১৮ ৯ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের চাম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ চিরিরবন্দরের ফতেজংপুর ইউপির ফকিরপাড়ার বাসিন্দা।
দশমাইল হাইওয়ে থানার ওসি মো. জি.এম শামসুর নুর জানান, আব্দুল মজিদ নিজ বাড়ি যাওয়ার পথে ফকিরের মোড়ে এসে পৌঁছান। এ সময় রংপুরগামী একটি বাস অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে আব্দুল মজিদকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
English HighlightsREAD MORE »