Alexa দিনাজপুরে ছাদ ধসে আহত ছয়

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

দিনাজপুরে ছাদ ধসে আহত ছয়

 প্রকাশিত: ১০:৩২ ২৩ মার্চ ২০১৮   আপডেট: ১৫:৪৯ ২৩ মার্চ ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নশিপুর পাট বীজ খামারের নির্মাণাধীন গুদামের ছাদ ধসে ছয়জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ছাদের একদিকে ধসে পড়লে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ছয়জন শ্রমিককে উদ্ধার করে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনজনের অবস্থা গুরুতর।

দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক রফিকুজ্জামান বলেন-নির্মাণাধীন ধসে যাওয়া ছাদের নিচে কোনও শ্রমিক চাপা পড়ে আছে কিনা, এজন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

ডিসি ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর বলেন- ঘটনা তদন্তে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম