Alexa দাম কমেছে যেসব পণ্যের

ঢাকা, রোববার   ২৫ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দাম কমেছে যেসব পণ্যের

 প্রকাশিত: ১৫:৫০ ৭ জুন ২০১৮   আপডেট: ১৫:৫১ ৭ জুন ২০১৮

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অনেক পণ্যের মুসক, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর ব্যবস্থায় সংস্কার করা হয়েছে। কয়েকটি পণ্যের ওপর মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। চলতি বাজেট ঘোষণা অনুসারে যে সকল পণ্যের দাম কমবে তা হলো-

ক্যান্সার ও কিডনি জাতীয় রোগের প্রতিষেধক, পাউরুটি ও বনরুটি, হাতে তৈরি বিস্কুট ও হাতে তৈরি কেক,প্লাস্টিক ও রাবারের স্যান্ডেল, দেশে প্রস্তুতকৃত মোবাইল ফোন, দেশে উৎপাদিত মোটরসাইকেল, বিদেশি ফ্লাইট টিকিট, পশু খাদ্যের বীজ, গুঁড়া দুধ, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার, টায়ার টিউবের দাম কমবে। এ ছাড়া পোল্ট্রি ও ফিশারিজ ফিডের দামও কমবে।

ডেইলি বাংলাদেশ/এসএস

Best Electronics
Best Electronics