Alexa দাম্পত্যে অানুশকাই বস !

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দাম্পত্যে অানুশকাই ‘বস’!

 প্রকাশিত: ০৯:১২ ৮ জুন ২০১৮   আপডেট: ১০:০২ ৮ জুন ২০১৮

বিরুষ্কা

বিরুষ্কা

বিরাট কোহালি এবং অনুশকা শর্মা। দুই জগতের বাসিন্দা এরা। কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে এখন একই ছাদের নিচের তাদের বসবাস।

বর্তমানে আনুশকা শর্মা অভিনয় এবং বিরাট কোহলি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেকটা আলাদাভাবে সময় কাটচ্ছেন তারা। আর একসঙ্গে থাকলে দৈনন্দিনের অনেক কাজই দুইজনে মিলেই করতে পছন্দ করেন এ দম্পত্তি।

আর এই পছন্দের তালিকা থেকে বাদ পড়েনি তাদের ওয়ার্কআউট। পেশার তাগিদে দুই তারকাই প্রতিদিন অনেকটা সময় শরীরচর্চা করেন। সম্প্রতি এক সঙ্গে ওয়ার্কআউট করছিলেন দু’জনে। সেই ভিডিও অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট।

ভিডিওতে অানুশকা দেখিয়ে বিরাট বলছেন, ‘ওয়ার্কিং আউট লাইক আ বস…।’ তা দেখে বলি মহলের অনেকের প্রশ্ন, তা হলে বিরুষ্কার দাম্পত্যে অানুষ্কাই কি বস? পরোক্ষভাবে সেটাই স্বীকার করে নিলেন কোহালি?

যদিও অানুশকা এ নিয়ে কোনো কথা বলেননি। তবে তার মুখে প্রশ্রয়ের হাসি দেখে অনেকেরই মনে হয়েছে গোটা বিষয়টি এনজয় করছেন নায়িকা।

বিরাট কোহলির ভিডিওটি এখানে দেখুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics