দাবি আদায় করে বিয়ের পিঁড়িতে বসছেন অনন্যা!
প্রকাশিত: ২১:৫২ ৭ নভেম্বর ২০১৯ আপডেট: ০১:১৫ ৯ নভেম্বর ২০১৯

ছবি : ডেইলি বাংলাদেশ
ছেলের বাড়ির সামনে টানা তিন দিন অনশন করে দাবি আদায় করে নিলেন নার্সিং কলেজের শিক্ষার্থী অনন্যা। অচিরেই সেই ছেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন এই অনশনকারী।
এরই মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঘরে তুলে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়নের পরিবার।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভূরঘাটা গ্রামে।
শিবগঞ্জ পৌর এলাকার জলিল প্রামানিকের একমাত্র সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদিন নয়নকে বিয়ের দাবিতে ভূরঘাটায় নয়নের গ্রামের বাড়িতে অনশন করে অনন্যা। পরে তার দাবি মেনে নিয়ে ঘরে তুলে নেয় নয়নের পরিবার।
সরেজমিনে অনন্যার সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে সাংবাদিকদেরকে বাধা দেয়ার চেষ্টা করা হয়। পরে ছেলের মা সাংবাদিকদের সঙ্গে ঘরের বাইরে কথা বললেও অনন্যাকে যে ঘরে রাখা হয়েছে সে ঘরে সাংবাদিকরা গেলে নয়নের বাবা জলিল খারাপ আচরণ করেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি কর্কশ ভাষায় বলেন হ্যাঁ মেনে নিয়েছি। কিন্তু তিনি অনন্যার সঙ্গে কথা বলতে দেয়নি।
ছেলের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয় থানায় ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, আমার সঙ্গে ছেলের পরিবারের কোনো কথা হয়নি, তিন লাখ টাকা দেনমোহরের বিষয়টিও আমি জানিনা। মেয়েটিকে মেনে নেয়া হয়েছে তাও আমি জানিনা।
মেয়েটি শেষ পর্যন্ত সুফল পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।
তারা বলেন, মেয়েটির বিপক্ষে একটি প্রভাবশালী মহল কাজ করছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ