Alexa দাবাং-থ্রি মুক্তির আগেই ফোর’র চিত্রনাট্য প্রস্তুত!

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

দাবাং-থ্রি মুক্তির আগেই ফোর’র চিত্রনাট্য প্রস্তুত!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৯ ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৬:৩০ ১২ ডিসেম্বর ২০১৯

সালমান খান

সালমান খান

সালমান খান অভিনীত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি দাবাং। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এ সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। বর্তমানে দাবাং-থ্রি সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সালমান খান। 

এ সিনেমার প্রচারের অংশ হিসেবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন সালমান খান। এতে  তিনি জানিয়েছেন, ইতোমধ্যে দাবাং ফোর সিনেমার চিত্রনাট্য প্রস্তুত হয়েছে। তবে চিত্রনাট্য প্রস্তুত হলেও কবে নাগাদ এই সিনেমা শুটিং শুরু হবে সে বিষয়ে কোনো কথা বলেননি সালমান।

প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় সিরিজের প্রথম সিনেমা। পরিচালনা করেন অভিনব কাশ্যব। এর দুই বছর পর মুক্তি পায় দাবাং-টু। এটি পরিচালনা করেন আরবাজ খান। দাবাং-থ্রি পরিচালনা করছেন প্রভুদেবা। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো থাকছেন সোনাক্ষী সিনহা। এখানে রাজ্জো চরিত্রে দেখা যাবে তাকে।

ডেইলি বাংলাদেশ/এনএ