Alexa দশ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন

ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

দশ মিনিট চার্জে ১২ ঘণ্টা চলবে এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৫৯ ৭ ডিসেম্বর ২০১৯  

ওয়ান হাইপার ফোনটিতে থাকছে পপআপ ক্যামেরা

ওয়ান হাইপার ফোনটিতে থাকছে পপআপ ক্যামেরা

ক্যামেরার ওপর নজর দিয়েছে সব ক’টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই। পাশাপাশি চার্জিংয়েও চমক দেখাচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান। এবার জনপ্রিয় কোম্পানি মটোরোলা ৬৪ মেগাপিক্সেল ফোন নিয়ে এলো। ফোনটিতে চার হাজার এমএএইচ ব্যাটারিও থাকছে।

মটোরোলা জানিয়েছে, ‘ওয়ান হাইপার’ নামের ফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেয়া হয়েছে। এছাড়া ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্টও রয়েছে। কোম্পানি দাবি করেছে ১০ মিনিট চার্জ করলে এই ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। যদিও রিটেল বক্সে আপনি পাবেন ১৫ ওয়াটের চার্জার।

মটোরোলা ওয়ান হাইপার ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। যার আসপেক্ট রেশিও ১৯:৯। ফোনের পেছনে মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

আপাতত এই ফোনটি আমেরিকা ও ব্রাজিলে লঞ্চ হয়েছে, দাম ৪০০ ডলার।

ডেইলি বাংলাদেশ/এনকে