Alexa দলীয় সিদ্ধান্তেই থাকতে চান বিএনপি নেতা আমিনুল

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

দলীয় সিদ্ধান্তেই থাকতে চান বিএনপি নেতা আমিনুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৪ ২৫ এপ্রিল ২০১৯  

বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন হতে বিজয়ী হন আমিনুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকেরও দায়িত্বে আছেন।

অনেক জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই সংসদ ভবনে উপস্থিত হয়ে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে বিজয়ী বিএনপি নেতা জাহিদুর রহমান। এরপরই আলোচনায় আসে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের হারুনুর রশীদের নাম। দুজনই নিজ আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আমিনুল ইসলাম জানান, জনগণের দাবি- আমরা শপথগ্রহণ করে সংসদে যায়। সংসদে গিয়ে জনগনের দাবির কথা, বেগম খালেদা জিয়ার কথা তুলে ধরি। তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সিদ্ধান্তগ্রহণ করিনি। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দল যে নির্দেশনা দিবে সেটিই আমার সিদ্ধান্ত।

ডেইলি বাংলাদেশ/জেডএম