Alexa দরগাহ মাদরাসার মুহতামিমের জানাজা সম্পন্ন

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

দরগাহ মাদরাসার মুহতামিমের জানাজা সম্পন্ন

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০০ ১২ মার্চ ২০১৯   আপডেট: ১৩:০১ ১২ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস, মুফতি আবুল কালাম জাকারিয়ার জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাস মাঠে জানাজা হয়। জানাজায় ইমামতি করেন দরগাহ মাদরাসার নবনির্বাচিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মুহিবুল হক গাছবাড়ি। জানাজায় মাঠে লাখো মুসল্লির ঢল নামে। শ্রদ্ধা, ভালোবাসা ও চোখের জলে শেষ বিদায় জানান ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে আসরের নামাজের অজুর প্রস্তুতির সময় ব্যথা অনুভব করেন মুফতি জাকারিয়া। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মৃত্যুতালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মূল বাড়ি সুনামঞ্জের বিশ্বম্ভরপুরের ভাগুয়া গ্রামে। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে বাস করছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ