Alexa দমদমা বধ্যভূমির সংস্কার কাজ জানুয়ারিতে শুরু

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

দমদমা বধ্যভূমির সংস্কার কাজ জানুয়ারিতে শুরু

বেরোবি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৪২ ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৬:৫৩ ১৪ ডিসেম্বর ২০১৯

ছবিঃ ডেইলি বাংলাদেশ

ছবিঃ ডেইলি বাংলাদেশ

দমদমা বধ্যভূমির সংস্কার কাজ আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। 

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি। 

এ সময় তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় তথা রংপুর অঞ্চলের মানুষের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান দমদমা বধ্যভূমি। স্থানটি সংস্কার করা অত্যন্ত জরুরি। তাই ২০১৯-২০ অর্থবছরেই (জানুয়ারি থেকে) এর সংস্কার কাজ শুরু হবে। পুনরায় সংস্কার ও সংরক্ষণে জন্য  ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক আরএম হাফিজুর রহমান সেলিম, রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল, কলা অনুষদের ডিন ড. সরিফা সালোয়া ডিনা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন আতিউর রহমান।

ডেইলি বাংলাদেশ/জেডএম