Alexa দক্ষিণ আফ্রিকার ফুটবলারকে গুলি করে হত্যা

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

দক্ষিণ আফ্রিকার ফুটবলারকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:৩২ ১৬ জুলাই ২০১৯  

দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মার্ক ব্যাচেলরকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়। 

জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন, মোটর সাইকেলে যাওয়ার সময় ব্যাচেলরকে নিশানা করে কয়েকজন দুষ্কৃতী এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে গাড়ির ভিতরেই মারা যান ওই প্রাক্তন ফুটবলার।  

ঘটনার তদন্তে নেমেছেন গোয়েন্দারা। বিস্তারিত তদন্তে হত্যার কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। 

স্ট্রাইকার হিসেবে আক্রমণাত্মক মার্ক ব্যাচেলর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন। জাতীয় দলের সদস্য হিসেবেও দেশের হয়ে একাধিক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics