Alexa ত্রিশালে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

ত্রিশালে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০০ ৭ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালের সোহরাব হত্যা মামলায় তাবারক হোসেন নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক শেখ কবিরুল ইসলাম জানান, উপজেলার আমিরাবাড়ী ইউপির তোফাজ্জল হোসেনের ছেলে তাবারক হোসেনের সঙ্গে একই এলাকার সারোয়ার জাহান আকন্দ ও তার ভাতিজা সোহরাব আকন্দের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর সকালে তাবারক হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাবারক হোসেন রামদা দিয়ে সোহরাবের মাথায় আঘাত করে তাকে বাড়ির পাশে একটি ক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর সোহরাবের চাচা সারোয়ার জাহান আকন্দ বাদী হয়ে তাবারক হোসেনসহ নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় ঘোষণা করে আদালত। এ মামলার বাকি আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর