Alexa ত্রিশালে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ত্রিশালে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৪৫ ২০ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ২নং বইলর ইউপি চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২নং বইলর ইউপি চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ১২ জন সদস্যের অনাস্থা প্রস্তাবসহ বিভিন্ন অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই স্থানীয় সরকার (ইউপি) আইন ২০০৯ এর ৩৫ (১)(চ) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ত্রিশালের ইউএনওকে আইনের ৩৫ (২) ধারা অনুযায়ী গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ত্রিশালের ইউএনও মো. আব্দুল্লাহ আল জাকির জানান, ২নং বইলর ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশ এসেছে। আদেশ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics