Alexa ত্বকের ক্যান্সারে আক্রান্ত চ্যাপেল!

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

ত্বকের ক্যান্সারে আক্রান্ত চ্যাপেল!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:১৪ ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০০:১৪ ১৯ জুলাই ২০১৯

ইয়ান চ্যাপেল। ফাইল ছবি

ইয়ান চ্যাপেল। ফাইল ছবি

কিংবদন্তী প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার ত্বকের ক্যান্সারের চিকিৎসা চলছে বলে তিনি নিজেই জানিয়েছেন। সংবাদ সংস্থা নিউজ ক্রোপ এ তথ্য জানিয়েছে।

এক সাক্ষাৎকারে নিউজ ক্রোপকে চ্যাপেল জানান, চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ হয়েছেন। তার কাঁধ, ঘাড় এবং বগলের অংশের চামড়ার ক্যান্সার নির্মূল করা সম্ভব হয়েছে।

ইয়ান অস্ট্রেলিয়ান জাতীয় দলের হয়ে ১৯৬৪ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। সে সময় ৭৫টি টেস্ট খেলেছেন। তার মতে, বয়স ৭০ পেরিয়ে গেলে শরীরে অনেক রোগই বাসা বাঁধে। শেষ কয়েক বছর ধরে ত্বকের ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে ব্যাপারটা অনেকটাই গা সওয়া গেছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর ত্বকের অনেক অংশই বাদ দেয়া হয়েছে। 

তিনি বলেন, এই বয়সে এসে বারবার নিজের মনকেই প্রশ্ন করি, এটাই কি তবে অন্তিম সময়? কিন্তু আমি আমার মাকে দেখেছি। মৃত্যুকে কখনো ভয় পাননি। আমিও তাই এখন মৃত্যুকে মেনে নিতে শিখেছি। মৃত্যুর সঙ্গে লড়াই করা সম্ভব নয়। বরং মারা যাওয়ার আগে বলে যেতে চাই, হ্যাঁ, আমি দারুণ সুন্দর একটা জীবন কাটিয়েছি।

ডেইলি বাংলাদেশ/জেডআর