Alexa তেলাপোকার মুখে সিগারেট! (ভিডিও)

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

তেলাপোকার মুখে সিগারেট! (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০৫ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি- ভিডিও থেকে নেয়া

ছবি- ভিডিও থেকে নেয়া

পৃথিবীর অসংখ্য মানুষ ধূমপান করেন। এই ধূমপানের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ নানা সর্তকবানী প্রচার করে থাকে। অধিকাংশ দেশেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। তবুও অনেক মানুষ নিয়মিত ধূমপান করেন। কিন্তু তেলাপোকা রাস্তায় সিগারেট নিয়ে ঘুরছে, এ দৃশ্য কী কখনো চোখে পড়েছে? 

সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টম ক্রেচমার নামের নিউইয়র্কের এক ব্যক্তি বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছেন একটি ভিডিও। সেই ভিডিওটি ম্যানহাটনের সাবওয়ে স্টেশনের বাইরের অংশের। 

এই জায়গা থেকে ওয়াল ও সেন্ট্রাল পার্কও বেশি দূরে নয়। সেখানে দেখা যাচ্ছে, স্ল্যাবের ওপর পড়ে রয়েছে সিগারেটের টুকরো। সেই সিগারেটের টুকরো মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি তেলাপোকা!

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। আপলোড করার একদিনের মধ্যে প্রায় ২১ লাখেরও বেশি টু্ইটার ব্যবহারকারী দেখেছেন ভিডিওটি।

ডেইলি বাংলাদেশ/এমএস