Alexa তৃতীয় ম্যাচেই সিরিজ পাকিস্তানের

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

তৃতীয় ম্যাচেই সিরিজ পাকিস্তানের

 প্রকাশিত: ১৮:৪৯ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ১৮:৪৯ ১৮ জুলাই ২০১৮

পাকিস্তানের সিরিজ জয়

পাকিস্তানের সিরিজ জয়

প্রথম দুই ওয়ানডেতেও পাকিস্তানের জয় ছিল দাপুটে। তবে বুধবার তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ে মাত্র ৬৭ রানে অল আউট হওয়ার লজ্জায় ডুরে। ৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে ৫ ম্যাচের এই সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে নিজেদের করে নেয় সফরকারীরা।

বুলাওয়েতে এদিন ফাহিম আশরাফ, উসমান খান ও জুনাইদ খানের বলের তোপে পড়ে জিম্বাবুই। শুরুতে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর উইকেট উৎসবে যোগ দেন ফাহিম আশরাফ। ৫ উইকেট তোলে নেন এই পেসার। ফলে মাথা তুলে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইন।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিলেন ফাহিম। জুনায়েদ নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন উসমান খান, ইয়াসির শাহ ও শাদাব খান। তাতে ৬৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে ৩ জন ব্যাটসম্যান তিন অঙ্কের স্কোর ছুঁতে পেরেছেন। চামু সিবান্দা ১৬, অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ১০ ও ওয়েলিংটন মাসাকাদজা অপরাজিত ১০ রান করেন।

৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান ইমাম উল হক। ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পিছনে ক্যাচ দেন তিনি।

এরপর ফখর জামান ও বাবর আজম মিলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফখর ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। বাবর ৩৪ বলে ১৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন ফাহিম আশরাফ।

একই মাঠে সিরিজের চতুর্থ ম্যাচ হবে আসছে শুক্রবার।


ডেইলি বাংলাদেশ/সালি