Alexa তুরস্ক ও রাশিয়া সফরে গেলেন নৌপ্রধান

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

তুরস্ক ও রাশিয়া সফরে গেলেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৩০ ২১ জুলাই ২০১৯   আপডেট: ২১:৩১ ২১ জুলাই ২০১৯

ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ছয়দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক ও রাশিয়া গেছেন। এ উপলক্ষে রোববার ঢাকা ত্যাগ করেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন ও নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার কমডোর মোহাম্মদ মুসা নৌপ্রধানকে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

তুরস্কে অবস্থানের সময় নৌপ্রধান তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজভাল ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াছের গুলারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সভাপতি ইসমাইল ডেমির এর সঙ্গেও এক সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি দেশটির গোলচুক নেভাল বেইস, ইস্তাম্বল শীপইয়ার্ড ও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনসহ তুরস্কের ফ্লিট কমান্ডার ভাইস অ্যাডমিরাল ইর্কুমেন্ট টাটলিওগলু এবং তুরস্কের নৌ শিক্ষা ও প্রশিক্ষণ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল কাদির ইলডিজের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন। 

তুরস্ক সফর শেষে নৌপ্রধান রাশিয়া যাবেন। তিনি আগামী ২৮ জুলাই রাশিয়ার নৌ দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন। রাশিয়া অবস্থানের সময় নৌপ্রধান দেশটির বিভিন্ন নৌ ঘাঁটি, জাহাজ ও দর্শনীয় স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। আগামী ৩১ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩