Alexa তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, কক্সবাজারে আহত ১১

ঢাকা, মঙ্গলবার   ১২ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৭ ১৪২৬,   ১৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, কক্সবাজারে আহত ১১

 প্রকাশিত: ১০:৩৫ ৪ জুন ২০১৭  

কক্সবাজারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১১জন। পেকুয়ার মগনামা ইউনিয়নের উত্তর মগনামা ফুলতলা স্টেশনে শনিবার রাত ৮টা দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নেজাম উদ্দিন নামের একজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলেন, আফজলিয়াপাড়া এলাকার আমিনুল হকের ছেলে বেলাল উদ্দিন (৪০), ওসমান গনির ছেলে মোহাম্মদ ছবি (৩৫), কালুর ছেলে জালাল উদ্দিন (২৫), আনোয়ারের ছেলে সোনা মিয়া (২০), মৃত জালাল আহমদের ছেলে নাজেম উদ্দিন (৪৫), আকতার হোসেনের ছেলে ম্যাজিক গাড়ির হেলপার শাকের উল্লাহ (১৮), মৃত মো. ছফির ছেলে রিকশা চালক আবু (৪৫), তার ভাই মোস্তাক আহমদ (৪৭), আমিনুল হকের ছেলে ইউনুস (২০), নুরুল ইসলামের ছেলে নেজাম উদ্দিন মুজাহিদ (২৭) ও বেলাল উদ্দিনের স্ত্রী ফুলমাছ খাতুন (৩৫)। তাদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ বেলাল ও জালালসহ গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আফজলিয়া পাড়ার এক ব্যক্তির সঙ্গে ফুলতলা বাজারের এক ব্যবসায়ীর কথা কাটাকাটির জের ধরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি বাজারে ব্যাপক ভাংচুর চালানো হয়। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নেজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি। v ডেইলি বাংলাদেশ/আইজেকে