Alexa তায়কোয়ান্দোতে সুদত্তার স্বর্ণ পদক জয়

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

তায়কোয়ান্দোতে সুদত্তার স্বর্ণ পদক জয়

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:০২ ২ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বসুন্ধরা টিস্যুর ১১তম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় নারী বিভাগে স্বর্ণপদক জিতেছেন সুদত্তা চাকমা।

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত আসরে শুক্রবার তিনি এ পদ জয় করেন। এর আগে তিনি সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে তিন মাস প্রশিক্ষণ নেন। ওই দিন মো. নুরুল হাসান ফরিদী প্রধান অতিথি হিসেবে তার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন।

সুদত্তা চাকমা খাগড়াছড়ির পানছড়ির উত্তর শান্তিপুর গ্রামের বিমল কান্তি চাকমা ও রঞ্জিতা দেওয়ানের মেয়ে।

সুদত্তা জানান, খাগড়াছড়ির ফুটবল দলে খেলার পর রাঙ্গামাটি দলের খেলায় অংশ নেন। পানছড়ি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। সঙ্গে ঢাকায় আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রশিক্ষণ নেন।

সুদত্তার বাবা বলেন, অভাবের সংসারে এইচএসসি পাশের পর প্রতিষ্ঠিত হতে মেয়ে চেষ্টা করে যাচ্ছে। মেয়ের এ সফলতা খুব ভালো লাগছে।

উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা বলেন, পরিবারটি খুবই গরীব। মেয়ের কৃতিত্ব আমাদের গর্ব।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics