Alexa তাহিরপুরের ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

তাহিরপুরের ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:০৯ ২৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি চক্র। মঙ্গলবার রাত ৮টায় ইউএনও'র ব্যবহ্নত সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছ থেকে টাকা চাওয়াসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু বলেন, আমাকে ইউএনও স্যারের নম্বর থেকে ফোন করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আমি ইউএনও স্যারকে ব্যক্তিগত ফোনে বিষয়টি জানালে তিনি বলেন, আমি এমন অভিযোগ আরো পেয়েছি। 

পরে এ ব্যাপারে রাতে ইউএনও (ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান পলাশ নিজের ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্ট করে সবাইকে যে কোন ধরনের তথ্য আদান প্রদানসহ সহযোগিতা চাওয়া থেকে বিরত থাকতে এবং প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। 

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, এ বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/জেএস