Alexa তারে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

তারে কাপড় শুকাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪০ ৫ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোসলের পর তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ওই উপজেলার নারুয়া ইউপির কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার ওই গ্রামের শাহিন মণ্ডলের মেয়ে। তিনি মুনসুর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

শাহিন মণ্ডল বলেন, সকালে গোসল শেষে বৈদ্যুতিক মোটরের তারের সঙ্গে বাঁধা জিআই তারে কাপড় শুকাতে দেয়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এআর