Alexa তারেক-মিশুকের মৃত্যুবার্ষিকী: ঘিওরে নানা কর্মসূচি পালিত

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

তারেক-মিশুকের মৃত্যুবার্ষিকী: ঘিওরে নানা কর্মসূচি পালিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৬ ১৩ আগস্ট ২০১৯  

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের ঘিওরে নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে তারেক-মিশুকের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং আলোচনা সভা হয়।

ছবি: ডেইলি বাংলাদেশ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বারসিক প্রতিনিধি বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, জাসদের উপজেলা সাধারণ সম্পাদক শামসুল আলম খান, নাট্য পরিচালক গিনি আলম, ঘিওর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু ও মো. নজরুল ইসলাম।

বক্তারা তারেক মাসুদ-মিশুক মুনীরসহ নিহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও ঢাকা-পাটুরিয়া সড়কে রেললাইনের দাবি জানান।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে কাগজের ফুল ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ অফিসার মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics