Alexa তারকাদের নিয়ে ‘গেট টুগেদার’ আওয়ামী লীগের

ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২০,   মাঘ ১৩ ১৪২৬,   ০১ জমাদিউস সানি ১৪৪১

Akash

তারকাদের নিয়ে ‘গেট টুগেদার’ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১১:৫৯ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৩:৪৮ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট ও বড় পর্দার তারকাদের নিয়ে নৈশভোজের আয়োজন করেছে আওয়ামী লীগ। 

শনিবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় প্রবীণ চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি বর্তমান সময়ের তারকাও উপস্থিত ছিলেন।

সন্ধ্যার নামার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠানে আসতে থাকেন চিত্রনায়ক ফারুক, আলমগীর, ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, টিভি অভিনেতা হাসান মাসুদসহ চলচ্চিত্র ও টিভি অভিনয় শিল্পীরা। অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজনও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।     

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুরে ঘুরে সবার সঙ্গে মতবিনিময় করেন। পরে আয়োজনকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা যারা ধারণ করে সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিদের নিয়েই আজকের গেট টুগেদার। অভিনয় শিল্পী, চিত্র শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এমন ব্যাক্তিদের নিয়ে এখানে মতবিনিময় হবে। 

এর আগে অভিনয় শিল্পীদের নিয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রচার- প্রচারণায় অংশ নেবেন তারা। অভিনেতাদের মধ্যে আকবর হোসেন পাঠান ফারুককে ঢাকা-১৭ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ডেইলি বাংলাদেশ/টিএএস