Alexa তলিয়ে গেছে কাঁঠালবাড়ী ফেরিঘাট, যান চলাচল ব্যাহত

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

তলিয়ে গেছে কাঁঠালবাড়ী ফেরিঘাট, যান চলাচল ব্যাহত

সারাদেশ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪৫ ১৯ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদ্মায় অস্বাভাবিক হারে পানি বাড়তে থাকায় মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটের চারটি ঘাটই পানিতে তলিয়ে গেছে। ফলে ফেরিতে যানবাহন উঠা-নামায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে গত ৪/৫ দিন ধরে।

শুক্রবার সকাল থেকে এ নৌরুটে দুটি রো রো ফেরিসহ তিনটি ফেরি থেমে থেমে চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিস’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র। গত ২৪ ঘণ্টায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ৩০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক পানি বাড়ার কারণে শুক্রবার দুপুর থেকে ফেরিঘাটের পন্টুনগুলো পানিতে তলিয়ে যায়।

পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল অচলাবস্থার সৃষ্টি হলে এ রুটে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যাত্রী পরিবহনের জন্য লঞ্চ সার্ভিস চালু রয়েছে। 

এছাড়া, পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘতর হচ্ছে প্রতিদিনই। ঘাটের টার্মিনাল থেকে পদ্মাসেতুর অ্যাপ্রোচ সড়কের প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে ট্রাকের লাইন। টানা কয়েকদিন ধরে ঘাটে আটকে পড়ায় ট্রাকে সবজিসহ পচনশীল পণ্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছে পরিবহন চালকেরা।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বাড়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শুক্রবার তীব্র স্রোতের গতিবেগ আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে প্রায় ৩০ সেন্টিমিটার।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে। এদিকে, পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের পন্টুনও তলিয়ে গেছে। সব মিলিয়ে ফেরিঘাটের পরিস্থিতি নাজুক।

ডেইলি বাংলাদেশ/এমএস

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩