Alexa তরুণ নায়কের প্রেমে ৭১ বছরের হেমা মালিনী!

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

তরুণ নায়কের প্রেমে ৭১ বছরের হেমা মালিনী!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৩৫ ২৮ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের এক সময়ের লাস্যময়ী নায়িকাদের তালিকায় হেমা মালিনীর নাম সবার উপরে থাকতো। তবে এখন বয়স ৭০ পেরিয়ে গেলোও তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। এছাড়া প্রেমে পরার কোন বয়স নেই, আর সে কথাই যেন স্পস্ট বুঝিয়ে দিলেন নায়িকা। এ বয়সেও পরেছেন তরুণ এর নায়কের প্রেমে!

তবে হেমা মালিনীর প্রেমে পরা বাস্তাবে নয় বরং ক্যামেরার সামনে। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। বৃহস্পতিবার ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে।

ছবিতে রাকুলপ্রীত সিং এর মায়ের ভূমিকায় করবেন হেমা মালিনী। আর রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি এসে পরে তার হাতে এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর অত্যন্ত বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও। ওদিকে তার সমস্যা হল সে কিছুতেই ভালবাসার কথা নায়িকাকে মুখ ফুটে বলতে পারে না।

এই বিচিত্র পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই। মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকেও বেশ ম্রিয়মাণ লাগে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। 
‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী তিন জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।

‘সিমলা মির্চি’ ছবির ট্রেলার:-

ডেইলি বাংলাদেশ/টিএএস