Alexa তফসিল ঘোষণায় পাবনায় আনন্দ মিছিল

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

তফসিল ঘোষণায় পাবনায় আনন্দ মিছিল

 প্রকাশিত: ১৫:০৯ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৫:১৫ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পাবনায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

বৃহস্পতিবার সিইসি কে এম নুরুল হুদা তফশিল ঘোষণার পর পরই শহরের আব্দুল হামিদ সড়কের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় হয়। পথ সভায় বক্তব্য দেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

ডেইলি বাংরাদেশ/জেডএম