Alexa তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিল

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের মিছিল

 প্রকাশিত: ০৬:৪৫ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৬:৪৫ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।

নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়।মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণায় আওয়ামী লীগ আনন্দিত এবং উদ্বেলিত। উৎসাহিত নেতাকর্মীরা।  জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার মধ্য দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা তার। 

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমআর 

 

Best Electronics
Best Electronics