ঢাবির সব ফলাফল পাওয়া যাবে অনলাইনে
প্রকাশিত: ১৭:১৭ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার ফল দেখা যাবে অনলাইনে । প্রথম দিকে কেবল ইয়ার/ সেমিস্টার ফাইনালের ফল দেখা যাবে। পরবর্তীতে ইনকোর্স/মিডটার্ম পরীক্ষার ফলাফলও জানা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি সপ্তাহের মধ্যেই এ সেবা শিক্ষার্থীদের জন্য এ সেবা চালু হবে বলে জানা গেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ‘result.du.ac.bd’ নিজ নিজ অ্যাকাডেমিক তথ্য প্রদানের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে ।
এছাড়াও পরবর্তীতে মোবাইল অ্যাপের মাধ্যমেও এ ফলাফল জানা যাবে। সে লক্ষ্যেও বিভিন্ন টিমের সঙ্গে কাজ চলছে বলে জানা গেছে।
বর্তমানে এনালগ পদ্ধতিতে ফল জানতে হয় শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের দীর্ঘদেন দাবির প্রেক্ষিতে একাডেমিক সব কার্যক্রমে ডিজিটালাইজেশনের আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী বলেন, শিক্ষার্থীদের চাহিদাটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আমার প্রস্তাবে সাড়া দিয়ে বিষয়টি বাস্তবায়ন করছে । আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই সেবাটি তুলে দিব।
তিনি আরো বলেন শিক্ষার্থীরা যাতে সেমিস্টার ফিসহ অনান্য ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারে সেজন্য ইতিমধ্যেই আমরা মোবাইল ব্যাংকিং অথোরিটির সাথে কথা বলেছি। খুব দ্রুতই শিক্ষার্থীরা সেই সেবাটিও পাবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম