Alexa ঢাবিতে ৫ম নন-ফিকশন বইমেলা শুরু 

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

ঢাবিতে ৫ম নন-ফিকশন বইমেলা শুরু 

ঢাবি প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০৮ ১২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে ৩-দিনব্যাপী ৫ম নন-ফিকশন বইমেলা বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে শুরু হয়েছে। 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বইমেলার উদ্বোধন করেন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এই মেলা বই কেনা ও বই পড়ার প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ম নন-ফিকশন বইমেলায় দেশের ২৬টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় সব বইয়ে ৩০ভাগ মূল্য ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১৪ নভেম্বর বইমেলা শেষ হবে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে